দেশ ব্রেকিং নিউজ

তরুণ বন্ধুদের আবেদন মোদীর

পশ্চিমবঙ্গের সঙ্গে শনিবার অসমেও প্রথম দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফার এই ভোটগ্রহণ প্রচুর সংখ্যায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বিশেষ আবেদন করেছেন তাঁর ‘তরুণ বন্ধুদের।’ এখন তিনি বাংলাদেশে। আজ সন্ধ্যায় তিনি নয়াদিল্লি ফিরবেন বলে খবর। তবে তার মধ্যে ভোট শুরু হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে শনিবার সকালে একের পর এক টুইট করেন মোদী। প্রথম টুইটটি ছিল অসমের জন্য। মোদী লেখেন, ‘‌অসমে আজ প্রথম দফার ভোট। যাঁরা ভোট দেওয়ার যোগ্য তাঁরা বেরিয়ে পড়ুন, ভোট দিন। আমি বিশেষ করে আবেদন করছি আমার তরুণ বন্ধুদের, প্রচুর সংখ্যায় বেরিয়ে তাঁরা যেন ভোট দেন।’‌
তারপর বাংলার মন জয়ের চেষ্টা করে বাংলাতেই টুইট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘‌পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’‌
পশ্চিমবঙ্গের ৩০টি কেন্দ্রের পাশাপাশি অসমের ৪৭টি কেন্দ্রে প্রথম দফার এই ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই দুই রাজ্যে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। বাংলার ভোটারদের মতদানে উৎসাহিত করতে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমি ভোটদাতাদের কাছে মতদানের অনুরোধ জানাচ্ছি।