দেশ ব্রেকিং নিউজ

প্রতীকী কুম্ভমেলার আর্জি প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। সংক্রমণ লাগাতার বাড়ছে বলে মৃতের সংখ্যাও বাড়ছে ক্রমাগত। সংক্রমণ আছড়ে পড়েছে হরিদ্বারে কুম্ভমেলাতেও। অসংখ্য সাধু সন্ন্যাসী ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে একজন শীর্ষস্থানীয় সাধুর। এই নিয়ে চিন্তা বেড়েছে সকলের। কারণ এভাবে যদি ছড়াতে থাকে তাহলে মহামারীর আকার ধারণ করবে।
এই উদ্বেগজনক পরিস্থিতিতে সংক্রমণের গতি শ্লথ করতে ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সরকারিভাবে কুম্ভমেলার সমাপ্তি ঘোষণা করা হল না। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে মোদী লেখেন, ‘‌দুটো শাহি স্নান হয়ে গিয়েছে। এবার আমার প্রার্থনা যে করোনা মহামারির কথা মাথায় রেখে প্রতীকী কুম্ভমেলা পালন করা হোক। সুতরাংএই সংকটের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যাবে।’‌
পাশাপাশি মোদী আরও লেখেন, ‘‌আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে আজ ফোনে কথা বলেছি। সমস্ত সন্তেরর স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। প্রশাসনের সঙ্গে সন্ন্যাসীরা সহযোগিতা করছেন। এর জন্য আমি তাঁদের ধন্যবাদ জানিয়েছি।’‌ অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরিও করোনা আক্রান্ত হয়ে আপাতত এইমসে চিকিৎসাধীন।
উল্লেখ্য, সংক্রমণ রুখতে জমায়েতে বারবার রাশ টানার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে কুম্ভমেলা। তবে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে কুম্ভমেলা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে নিরঞ্জনী আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়া। কিন্তু এখনও পর্যন্ত কুম্ভমেলাকে সরকারিভাবে কেন সমাপ্ত ঘোষণা করা হল না?‌ সেই প্রশ্ন উঠছে।