দেশ লিড নিউজ

হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বৃহস্পতিবার টুইটারের পক্ষ থেকে এই তথ্য জানা গিয়েছে। সুতরাং ফের প্রশ্ন উঠে গেল দেশের বজ্রআঁটুনি নিয়ে। বৃহস্পতিবার ভোররাতে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে বেশ কিছু টুইট করা হয়, তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ওই টুইটার হ্যান্ডলটির নাম ‘প্রধানমন্ত্রী_ইন।’
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টটি হ্যাক করার পর সেখান থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। ২০১১ সালে খোলা ওই টুইটার হ্যান্ডেল রয়েছে প্রায় ২৫ লক্ষাধিক ফলোয়ার। তাছাড়া একটি টুইটে জানানো হয়েছিল, ‘এই অ্যাকাউন্ট হ্যাক করেছে জন উইক। আমরা পেটিএম মল হ্যাক করিনি।’ যদিও টুইটার হ্যান্ডেলটি হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করে এই টুইটগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর এদিন টুইটারের পক্ষ থেকে এক মুখপাত্র ই–মেল বিবৃতিতে জানান, ‘‌আমরা এই বিষয়ে তদন্ত শুরু করেছি। আমরা জানি না আর কার কার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।’‌ অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
ঊল্লেখ্য, গত ১৫ জুলাই বারাক ওবামা, জেফ বেজোস, এলন মাস্ক, বিল গেটস বা ওয়ারেন বাফে’র মতো বিশ্বের স্বনামধন্য কিছু ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাক করা হয় মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং র‍্যাপার কায়ানে ওয়েস্ট, তাঁর স্ত্রী কিম কার্দাশিয়ান, মাইক ব্লুমবার্গ, বিলিওনেয়ার বক্সার ফ্লয়েড মেওয়েদারেও।