উপলক্ষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫তম জন্মদিন৷ আর তাকে কেন্দ্র করেই শ্রদ্ধাজ্ঞাপনের মোড়কে বাঙালি আবেগ জয়ের চেষ্টা৷ নেতাজির জন্মদিন উপলক্ষ্যে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এদিনই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রথমে আলিপুরে জাতীয় গ্রন্থাগার এবং তার পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর৷
একুশের ভোটের আগে স্বাভাবিকভাবে তাঁর সফর নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। আজ, শুক্রবার বাংলায় টুইট করে রাজ্যবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রিয় ভাই–বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর–কেশরী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব। কলকাতায় আসার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন নরেন্দ্র মোদী৷ এই বাংলায় টুইট আসলে বাঙালি আবেগকে ধরে ভোট বৈতরণী পার করার কৌশল বলে মনে করা হচ্ছে।
পরাক্রম দিবস নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ২৩ জানুয়ারি দেশনায়ক দিবস পালন করা হবে। বাংলায় বিজেপি আসলে উত্তর ভারতীয় সংস্কৃতির আমদানি হবে বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। সেটাই হয়ে উঠেছে বাঙালি বনাম বাহারির লড়াই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলে বিজেপি। তৃণমূলই বরং বাংলার সংস্কৃতির পরিপন্থী।