দেশ ব্রেকিং নিউজ

সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতিকরা

রবিবার প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সরকারিভাবে তাঁর মৃত্যুসংবাদ ঘোষণার আগেই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কিছুক্ষণ পরেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শোকবার্তা প্রকাশ করা হয়। তারপর ধীরে ধীরে শোকবার্তা আসতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
বাংলার মুখ্যমন্ত্রী ‌শোকবার্তায় লিখেছেন, বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। আজ তা অনাথে পরিণত হল।
বাংলায় টুইট করে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে পশ্চিমবঙ্গ–সহ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হল। টুইট করে শেষশ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট তিনি লিখেছেন, বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হীরে হারাল সিলভার স্ক্রিন।
বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ–সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি। অমিত শাহ টুইটারে লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে শোকাহত হয়েছি। তিনি খুব বড়মাপের অভিনেতা। বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। হীরে হারাল রূপোলি পর্দা। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওঁ শান্তি।
অনেকেই বলছেন, বাংলার আবেগ ধরার চেষ্টা করলেন বিজেপি নেতারা। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, এটা শোনাও দুঃখজনক যে, দাদাসাহেব ফালকে পুরষ্কারপ্রাপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। জাতি তাঁকে বছরের পর বছর মনে রাখবে। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’‌