দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর ভাষণ আজ রাত ৮টায়

রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই সূত্রে। মঙ্গলবার টুইট করে এই খবর জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ আগেই সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে যোগ দেন তিনি। করোনা মোকাবিলায় পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা প্রয়োজন বলে বৈঠকে জানান তিনি। বৈঠকে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত মিলেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। প্রথমবার ভাষণে জনতা কার্ফু পালন করার কথা বলেছিলেন তিনি। দ্বিতীয়বার ভাষণে টানা ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন তিনি। তৃতীয়বার গত ১৪ এপ্রিল ভাষণে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপর তা ১৭ মে পর্যন্ত করা হয়েছিল।
দেশজুড়ে করোনার পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার অনলাইনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই ১৭ মে’‌র পর আরও এক দফায় লকডাউন বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী। ২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়ে যাওয়ার ফলে করোনাভাইরাসকে কিছুটা হলেও যে কাবু করা গিয়েছে সেটা বুঝিয়ে দেন মোদী। তিনি বলেন, ‘প্রথম দফার লকডাউনে যে সব পদক্ষেপ দরকার হয়েছিল, তা দ্বিতীয় দফায় দরকার হয়নি। একই ভাবে তৃতীয় দফায় যে সব পদক্ষেপ দরকার পড়েছে, তা চতুর্থ দফায় দরকার পড়বে না।’‌