দেশ

আজ এএনএম বৈঠকে মোদী

একেবারে বিপরীত দৃশ্য। একদিকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিচ্ছে কংগ্রেস অন্যদিকে সোমবার নন অ্যালাইনড মুভমেন্টে (এনএএম) ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই বৈঠকে প্রধানত আলোচনা করা হবে কীভাবে একযোগে করোনা ভাইরাসের মোকাবিলা করা যায়। দেশের এই পরিস্থিতিতে শুধু আলোচনা করলেই চলে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে কোনওবার এনএএম সামিটে অংশ নেননি নরেন্দ্র মোদী। তাহলে আজ এমন কী হল যে এই সামিটে যোগ দেওয়াটা বেশি জরুরী হয়ে পড়ল?‌ নরেন্দ্র মোদীই ছিলেন প্রথম পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী যিনি ২০১৬ সালে এনএএম সামিটে অংশ নেননি। ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু ২০২০ সালে যেখানে হাজার হাজার মানুষ করোনা সংক্রমণে মারা যাচ্ছে, খেটে খাওয়া মানুষের হাতে টাকা নেই, খেতে পাচ্ছে না, বেকার বাড়তে শুরু করেছে, ছাঁটাই শুরু হয়েছে বিভিন্ন সংস্থায়—তখন নন অ্যালাইনড মুভমেন্টে (এনএএম) ভার্চুয়ালি অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।
অনুমান করা হচ্ছে ভারতের করোনা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের নেতৃত্ব দেবেন এনএএম–এর বর্তমান চেয়ারম্যান আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুটেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস আদহানোম ঘেবরেসিয়াস।