সোমবার থেকে প্রবীণ নাগরিকদের করোনার টিকাকরণ শুরু হয়েছে। টিকাকরণের দ্বিতীয় পর্যায়টি শুরু হতেই টিকার প্রথম ডোজটি নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন তিনি। এদিন নিজেই টুইট করে টিকা নেওয়ার খবরটি দেন মোদী। দিল্লির এইমসে এই প্রক্রিয়াটি হয়েছে। কেরল ও পুদুচেরির রসাম্মা অনিল এবং পি নিভেদা টিকার প্রথম ডোজ দিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী টুইট করেন, এইমস থেকে আমি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি।
এদিন টুইটে মোদী লেখেন, ‘কোভিডের বিরুদ্ধে যুদ্ধটাকে চিকিৎসক এবং বিজ্ঞানীরা মিলে খুব দ্রুত শক্তিশালী করলেন তা এক কথায় অনবদ্য। আমার আবেদন, যাঁরা যোগ্য তাঁরা টিকা নিন। সবাই একসঙ্গে ভারতকে দ্রুত করোনামুক্ত করি।’ পি নিভেদা বলেন, ভ্যাকসিন নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘লাগা ভি দিয়া ওর পাতা ভি নেহি চালা।’ তাঁর কথায়, তিন বছর হয়েছে তিনি এইমস–এ কর্মরত। প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন দিতে পেরে খুব ভালো লাগছে।
উল্লেখ্য, ৬০ বছরের ঊর্ধ্বে মানুষজন এবং কো–মর্বিডিটি রয়েছে এমন মানুষ যাদের বয়স ৪৫ বছর বা তার বেশি, তাদের জন্য টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার থেকে। শুরু হচ্ছে নাম নথিভুক্তিকরণও। ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেবেন তিনি। ভ্যাকসিন নেওয়ার সময় নার্সদের সঙ্গে গল্প করেছেন প্রধানমন্ত্রী।
