দেশ লিড নিউজ

‘‌পুলওয়ামা নিয়ে বিরোধীরা রাজনীতি করেছিল’‌

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে ‘জাতীয় ঐক্য দিবসে’র বক্তৃতায় বিষয়টি নিয়ে বিরোধীদের আক্রমণ শানালেন তিনি। ঘড়ি ধরে সকাল ৮টায় কেভাডিয়ায় স্ট্যাচু অব ইউনিটির সামনে পৌঁছয় প্রধানমন্ত্রীর কনভয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর আকাশছোঁয়া মূর্তিতে পুষ্পার্ঘ্য দেন নরেন্দ্র মোদী। এরপর রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডে অংশ নেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এরপর। বেলা ১১টায় সিভিল সার্ভিসে নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পৌনে ১২টা নাগাদ কেভাডিয়ায় সি প্লেন সার্ভিস প্রকল্পেরও সূচনা করেন।
পুলওয়ামা হামলা প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় সংসদে গোপন তথ্য প্রকাশ্যে নিয়ে আসেন সে দেশের এক মন্ত্রী। সেই ঘটনার রেশ ধরেন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‌জাতীয় সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রীর এই ধরনের মন্তব্য প্রতিবেশী দেশের আসল চেহারা উন্মোচিত করে দিয়েছে। সুরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভর হচ্ছে দেশ। ভারতের দিকে চোখ তুলে তাকালে জবাব দিতে তৈরি জওয়ানরা।ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের জওয়ানদের মনোবল নিয়ে ছেলেখেলা করবেন না। এখন যখন আমি অফিসারদের এই প্যারেড দেখছি, তখন আমার মনে সেই ছবিটা আবার ফুটে উঠছে… পুলওয়ামা হামলার ছবি। দেশ যা কখনোই ভুলতে পারবে না। সারা দেশ সন্তানদের হারিয়ে শোকার্ত হয়েছিল… তবে কিছু মানুষ এই শোকের বাইরে ছিল। তারা পুলওয়ামা হামলা নিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ দেখছিল।’‌
এদিন তিনি জানান, যদিও কিছু মানুষ এই দুঃখের সময় ছিল না দেশের পাশে। তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধি করতেই ব্যস্ত ছিল। কিছু রাজনৈতিক মানুষ তাঁদের আসল চেহারা দেখিয়েছে।সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব দেশকে এক জোট হতে হবে।সন্ত্রাসবাদ কারও ভাল করে না।ভারত সন্ত্রাসের জবাব ভালভাবেই দিতে জানে। ভারতকে একসূত্রে বেঁধেছিলেন সর্দার প্যাটেল। এখন কড়া জবাব দিতে তৈরি ভারত। তবে তখন আমার হৃদয়ে বীর শহিদদের গভীর ক্ষত ছিল। তাই বিরোধীদের সমস্ত অশ্লীল অভিযোগ আমি চুপচাপ সহ্য করে গিয়েছি।
উল্লেখ্য, জাতীয় সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরি বলেছিলেন, হামনে হিন্দুস্তান কো ঘুসকে মারা (আমরা ভারতে ঢুকে ওদের মেরেছি)। পুলওয়ামায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই ওই সাফল্যের শরিক।