দেশ লিড নিউজ

‘‌বাংলায় উন্নয়নের পথে দেওয়াল হয়েছেন দিদি’‌

শনিবার খড়্গপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারকে সামনে রেখে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বলেন, ‘‌বাংলার উন্নয়ন ডাউন হয়ে গিয়েছে। দিদির পার্টি নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস শুধু কাটমানি। বাংলায় উন্নয়নে সমস্ত প্রকল্পের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিদি।’‌ একইসঙ্গে তিনি জানান, গত ১০ বছরে বাংলায় শুধুই লুঠ–দুর্নীতি হয়েছে। তৃণমূল আমলে বাংলায় শুধুই কুশাসন হয়েছে। বাংলায় সিঙ্গল উইনডো বলতে ভাইপো উইনডো।
এদিন তিনি বলেন, ‘‌আপনারা বিশ্বাস করেছিলেন দিদিকে। কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনাদের স্বপ্ন চুরচুর করে দিয়েছেন ১০ বছরে বাংলাকে ধ্বংস করে দিয়েছেন। ১০ অঙ্গীকারের কথা বলছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিলেন। কিন্তু আপনি লুঠতরাজের সরকার চালিয়ে গিয়েছেন। ১০ বছরে শুরু দুর্নীতি দিয়েছেন। কুশাসন দিয়েছেন।’‌ বঙ্গবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‌আপনারা কংগ্রেসের কারসাজি দেখেছেন, বাম আমলের সন্ত্রাস দেখেছেন, তৃণমূলের কুশাসন দেখেছেন। বাংলার মানুষকে বলছি, আপনারা ৭০ বছর ধরে অনেক দেখেছেন। আমাদের পাঁচ বছর কাজ করার সুযোগ দিন। বাংলায় আসল পরিবর্তন আনব।’‌
বিজেপি যে কতটা বাংলার দল সে কথা ব্যাখ্যা করতে গিয়ে মোদী জানান, বিজেপি জনসঙ্ঘের ছত্রছায়ায় তৈরি, যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই অর্থে বিজেপিই সঠিক অর্থে বাংলার দল। তৃণমূলকে টার্গেট করে নমো বলেন, আগের ভোটে তৃণমূল যা করত, এবার তা আর করতে দেব না। নির্ভয়ে ভোট দিন। উল্লেখ্য, দু’‌দিন আগেই পুরুলিয়ায় সভা করেন মোদী। পুরুলিয়ার সভা থেকে তৃণমূলকে টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ। তৃণমূল মানে ট্রান্সফর্ম মাই কমিশন বলে কটাক্ষ করেন মোদী। মমতাকে টার্গেট করে মোদী বলেছেন, ২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।