জেলা ব্রেকিং নিউজ

‘‌আমার মাথায় পা রাখছেন দিদি’‌

রবিবার বাঁকুড়ার তিলাবেদিয়ার জনসভায় শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোর গলায় তোপ দাগেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, যত দিদিকে প্রশ্ন করি, তত উনি আমার উপরে ক্ষুব্ধ হন। উনি তো এখন আমার চেহারাও পছন্দ করেন না। মমতাকে তাঁর চ্যালেঞ্জ, বাংলার গরীব–ভাইবোনদের লাথি মারতে দেব না।
এদিন ফের একবার তৃণমূলের ভোট প্রচারের স্লোগান খেলা হবে–কে কটাক্ষ করেন মোদী। দেওয়াল-চিত্রে মমতার ভাঙা পায়ের তলায় ফুটবল হিসেবে নরেন্দ্র মোদীর মাথার ছবির কথা উল্লেখ করে তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন মোদী। তাঁর কথায়, রাজ্যের মানুষ তৃণমূলকে ভোটে শিক্ষা দিতে চায়, এটা দেখে দিদি ঘাবড়ে গিয়েছেন। তৃণমূল কর্মীরা আমার মাথার উপরে দিদির পায়ের ছবি আঁকছেন। আমি দেশের জন্য নিজের মাথা উৎসর্গ করেছি। দিদি, আমি আপনাকে বাংলার বিকাশকে লাথি মারতে দেব না। এই রাজ্যের মানুষের স্বপ্নকে লাথি মারতে দেব না।
এরপরই মোদীর হুঙ্কার, দিদিকে কয়েকটা সাফ কথা বলতে চাই, আমি নিজের শির দেশের ১৩০ কোটি নাগরিকের সেবার ঝুঁকিয়ে রাখি। আমাকে ও আমার দলকে বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সংস্কারই দিয়েছেন। দিদি আপনি আমার মাথায় পা রাখতে পারেন, লাথিও মারতে পারেন। কান খুলে শুনে রাখুন দিদি, বাংলার উন্নয়ন, মানুষের স্বপ্নে ও গরীব ভাই–বোনেদের লাথি মারতে দেব না।
এদিন নরেন্দ্র মোদীর অভিযোগ, দিদি, আপনি ভেবেছিলেন কেউ কোনও প্রশ্ন করবে না। কিন্তু গোটা রাজ্য প্রশ্ন করছে, কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু বাঁকুড়ায় জল নেই কেন? জমিতে জল নেই কেন? গত ১০ বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলে, আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে? এবার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে। আমার চেহারা দেখুন বা না দেখুন, কিন্তু বিজেপির কার্যকর্তাদের চেহারা আপনার দীর্ঘ সময় মনে থাকবে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হবে। সোনার বাংলার স্বপ্নকে সাকার করতে বিজেপিকে ভোট দিন।