বাংলাদেশ

আগামী সপ্তাহে বৈঠকে মোদীঁ–হাসিনা

দু’দেশের সীমান্ত সুরক্ষা, মুজিববর্ষ–সহ একাধিক বিষয়ে আগামী সপ্তাহে ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন ভারত–বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর দু’জনে বৈঠকে বসবেন। উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে।
দু’দেশের সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখার পাশাপাশি ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি মোদী–হাসিনার বৈঠকে। অন্তত বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার বিষয় হিসেবে এগুলিকেই প্রাধান্য দেওয়া হবে বলে খবর।
জানা গিয়েছে, ওইদিন এক থেকে দেড়ঘণ্টা আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। মোদী এবং হাসিনা হলদিবাড়ি–চিলাহাটি রেলপথও উদ্বোধন করবেন ভার্চুয়ালি। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, এই বছর মুজিববর্ষ উদযাপিত হচ্ছে। একইসঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি।