করোনার কারণে ভারতের অর্থনীতি থমকে গেলেও এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়িই ঘুরে দাঁড়াবে দেশ। মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) ১২৫ বছর উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বণিকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফের আত্মনির্ভরতার পক্ষে সওয়াল করেন।
তাঁর মতে, করোনা পরিস্থিতিকে পিছনে ফেলে সামনে হাঁটবে দেশ। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ফের শীর্ষে উঠে আসবে। ভারতের অর্থনীতি ফের শক্তি অর্জন করবে। ভারতও আরও শক্তিশালী হবে। আনলক ১ ভারতকে ফের সেই দিশাতে নিয়ে যাওয়ার কাজ করবে। আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।’ যদিও কিভাবে তা সম্ভব হবে সেই দিশা দেখাতে পারেননি তিনি।
আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়ে বণিকদের তিনি বলেন, ‘অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী সিদ্ধান্তের পাশাপাশি অভিপ্রায়, অন্তর্ভুক্তি, অবকাঠামো, উদ্ভাবন এবং বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিভায় আমার পূর্ণ বিশ্বাস আছে, দেশের প্রযুক্তি, কৃষি, শিল্পে পূর্ণ আস্থা আছে।’ দেশবাসীর জীবনরক্ষাও যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই অর্থনীতিকে সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
ভরা বণিকসভায় প্রধানমন্ত্রী জানান, করোনা আমাদের পথ আটকানোর চেষ্টা করলেও আমরা থেমে যাব না। এগিয়ে যাব। ভারত লকডাউন পেরিয়ে আনলকের পথে হেঁটেছে বলে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে। আমরা নিশ্চিতভাবে সমৃদ্ধির দিকে এগোনোর পথে ফিরব। দেশে এখন পিপিই কিট তৈরি হচ্ছে। একদিনে ৩ লক্ষ পিপিই কিট তৈরি করে সকলকে চমকে দিয়েছে দেশ। তাই এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।