দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমছে, সমীক্ষা

করোনায় দিশেহারা ভারত। এই পরিস্থিতির জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। এমনকী, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমালোচিত হয়েছেন। এমনকী ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। ভারতীয় এবং মার্কিন সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, মোদীর জনপ্রিয়তা তলানিতে নেমেছে।
জানা গিয়েছে, মর্নিং কনসাল্ট নামে মার্কিন সংস্থার সমীক্ষা অনুযায়ী এখন মোদীর জনপ্রিয়তার সার্বিক সূচক রয়েছে ৬৩ শতাংশে। তাঁর বিরুদ্ধে মত দিয়েছেন ৩১ শতাংশ মানুষজন। গত এপ্রিল মাসে তাঁর জনপ্রিয়তা ২২ পয়েন্ট কমে গিয়েছে বলে দাবি করা হয়েছে। ২০১৯ সালের আগস্ট মাস থেকে ওই মার্কিন সংস্থা প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার হিসেব রাখছে। এই প্রথম এতটা কমল বলে জানা যাচ্ছে।
ভারতীয় সংস্থা সি ভোটার–এর সমীক্ষায় দাবি করা হয়েছে, দেশের মাত্র ৩৭ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর প্রশাসনের বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট। ২০১৪ সালে দেশে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম এত বেশি সংখ্যক মানুষ মোদীর বিরুদ্ধে মতামত জানিয়েছেন। সি ভোটার–এর প্রতিষ্ঠাতা যশবন্ত দেশমুখ রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।