দেশ ব্রেকিং নিউজ

‘খেলার মধ্যে দিয়ে শিক্ষা’

রবিবার মন কি বাত অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‌খেলনা আর খেলার মধ্যে দিয়েই শিশুদের পড়াশোনার ব্যাপারে আরও আগ্রহী করে তুলতে হবে।’‌ তাই জাতীয় শিক্ষানীতিতে খেলার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
এদিন প্রধানমন্ত্রী জানান, শিশুদের মানসিক বিকাশে বড় ভূমিকা নেয় খেলনা। তাই এখন ভারতের ভাবা উচিত কীভাবে আমাদের দেশে খেলনা উৎপাদনের হাবে পরিণত হবে। কারণ খেলার মধ্যে দিয়েই শেখা আর খেলনা তৈরির বিষয়টিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বিশ্বে এই মুহূর্তে খেলনা শিল্পের পেছনে মোট লগ্নি ৭ লক্ষ কোটি টাকা। যে সংখ্যাটা অন্যান্য ছোট-মাঝারি শিল্পের তুলনায় নিতান্তই কম। আর সেই জায়গায় ভারতের লগ্নির পরিমাণ তো আরও কম। তাই প্রধানমন্ত্রী বলেন, ‘‌দেশকেই শিশুদের জন্য আরও বিপুল পরিমাণে খেলনা তৈরি করতে এগিয়ে আসতে হবে।’‌ ভারতের শিল্প প্রতিষ্ঠানগুলির উচিত খেলনা উৎপাদনে জোর দেওয়া।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‌এখন কম্পিউটার গেমস খুবই জনপ্রিয়। প্রায় সবাই কম্পিউটার গেমস খেলে। কিন্তু ওইসব গেমসের অধিকাংশই পশ্চিমের দেশগুলির দ্বারা প্রভাবিত। তাই ভারতের উচিত ভারত–কেন্দ্রীক গেমস তৈরি করা। গেমস তৈরিতেও আমরা আত্মনির্ভর হতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেরা খেলনা আসলে অসম্পূর্ণ। আর বাচ্চারা খেলতে খেলতে নিজেরাই তা সম্পূর্ণ করবে। কবিগুরু আমাদের বলে গিয়েছেন কবেই। খেলনা এমন হবে, যা বাচ্চাদের সৃজনশীলতার উপর জোর দেবে।’‌ দেশে খুব শিগগিরই খেলনা হাব তৈরি হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী।