প্রত্যেক বছর জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই বছর ব্যতিক্রম হয়ে থাকল যোগী আদিত্যনাথের কাছে। কারণ এবার শুভেচ্ছা জানালেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! যা নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবির–সহ রাজনৈতিক মহলে। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীর জন্মদিনে তাঁকে নিয়ে কোনও টুইট করেননি। যা দেখে অনেকে চমকে উঠেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, মহামারির দ্বিতীয় তরঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারও জন্মদিনে টুইট করেননি। সেই দলে রয়েছেন বিরোধী দল–সহ বেশ কিছু প্রথমসারির গেরুয়া শিবিরের নেতারা। গত কয়েক সপ্তাহ ধরে টুইটারের শুভেচ্ছা বার্তা পোস্ট করছেন না তিনি। গত বছর ৫ জুন যোগীর প্রশংসায় মোদী টুইটারে লিখেছিলেন, উত্তরপ্রদেশের প্রগতিশীল ও কর্মঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্য উন্নতির নয়া শিখরে পৌঁছে যাচ্ছে।
তবে শনিবার ফোন করে যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটা অবশ্য বলা হচ্ছে। অথচ এই বছর কোনও টুইট নেই। যোগীর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন আমলা অরবিন্দকুমার শর্মাকে জায়গা করে দিতে চাওয়া নিয়ে মোদী শিবিরের সঙ্গে যোগী শিবিরের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। আর যোগীর জন্মদিনে টুইটারে মোদী কোনও শুভেচ্ছা না জানানোয় সেই আগুনেই আরও খানিকটা ঘি পড়ল বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, নয়া তথ্য-প্রযুক্তি নীতি নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের যে মতানৈক্য চলছে, তাই হয়তো সেখানে কোনও বার্তা দিতে চাননি প্রধানমন্ত্রী। যদিও পরিবেশ দিবস নিয়ে টুইট করেছেন মোদী।
You must be logged in to post a comment.