দেশ ব্রেকিং নিউজ

জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় ঢেউয়ে ভাসছে দেশ। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু কমেনি। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল ৫টায় দেশবাসীর সামনে আসবেন তিনি। দ্বিতীয় ঢেউয়ে আগেরবার যখন জাতির উদ্দেশে বার্তা দিয়েছিলেন, তখন একবারও লকডাউনের পক্ষে কোনও কথা বলেননি। এবার দেশজুড়ে লকডাউনের পথে হাঁটতে পারে কেন্দ্র বলে মনে করা হচ্ছে।
দেশে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষে নেমে গিয়েছে। একাধিক রাজ্য নিজেদের ‘আনলক’ করছে, এখন জাতির উদ্দেশে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সে দিকেই থাকবে গোটা দেশের চোখ। প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইট করে লেখা হয়েছে, ৭ জুন বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিশেষ কোনও প্যাকেজ দেওয়া হবে কিনা তা নিয়েও চর্চা চলছে।
২০২০–২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার মাইনাস ৭.৩ শতাংশ। তারপরে এই প্রথম দেশবাসীর মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে নতুন কোনও দাওয়াই দেন কি না প্রধানমন্ত্রী, সে দিকেও নজর সকলের। দেশে তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। তাই শিশুদের দ্রুত টিকাকরণের জন্য ইতিমধ্যেই দিল্লির এইমসে শুরু হয়েছে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ। তা নিয়েও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।