দেশ ব্রেকিং নিউজ

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

লকডাউন ৩.০–র মেয়াদ শেষ হতে চলেছে। চলতি লকডাউনে বিশেষ কিছু ক্ষেত্রকে শিথিল করা হয়েছে। এবার পরের ধাপটি কী? আগামীকাল, সোমবার বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ঠিক হবে পরের ধাপ। দুপুর ৩টে নাগাদ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কেন্দ্রীয় সচিব রাজীব গাবা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও বৈঠক করেন।
কেন্দ্রের নির্দেশিকায় দেশের কলকারখানা খোলা রাখতে একাধাকি পদক্ষেপ করার কথা বলা হয়েছে। লকডাউন শেষ হওয়ার পর প্রথম এক সপ্তাহ ট্রায়াল রান চালানো উচিত বলে পরামর্শ দিয়েছে কেন্দ্র। প্রথমেই উৎপাদন না বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, লকডাউন পরবর্তী সময়ে আর কোন কোন বিষয়গুলির উপর জোর দেওয়া উচিত তা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে পারেন নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সচিবের কাছে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রেড, গ্রিন এবং অরেঞ্জ জোনে ভাগ করার পদ্ধতি নিয়ে আপত্তি জানানো হয়। রাজ্যগুলি অভিযোগ করে, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার কারণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রেড জোন জেলার সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো সুনিশ্চিত করতে পরামর্শ নিতে পারেন সব রাজ্যের থেকে। উল্লেখ্য, চলতি লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে আগামী ১৭ মে। আগামিকালের বৈঠক নিয়ে পাঁচবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।