আগামী ২৬ মে বাংলা–ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস৷ ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়৷ এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় নিয়ে আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও ছিলেন বৈঠকে৷ এমনকী ছিলেন টেলিকম, বিদ্যুৎ, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরা৷ সূত্রের খবর, বৈঠকে উদ্ধারকার্যে কোনও খামতি না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঝড়ের ফলে বিদ্যুৎ ও টেলিকম পরিষেবা বিঘ্নিত হলে, যতটা সম্ভব কম সময়ের মধ্যে তা ঠিক করে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ২৫ মে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস৷ স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি৷ প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকদের রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষদের দ্রুত উদ্ধার করতে বলা হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎ–টেলিকম পরিষেবা বিঘ্নিত হলে, তা যাতে দ্রুত মেরামত করা যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। ঝড়ের কারণে করোনা চিকিৎসায় যাতে কোনও খামতি না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এয়ার লিফট করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের নিয়ে আসা হচ্ছে বাংলা ও ওড়িশার উপকূলে৷ উপকূলরক্ষী বাহিনী, নৌসেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইয়াস নিয়ে শনিবারই ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।