দেশ ব্রেকিং নিউজ

করোনায় জোড়া সভা মোদীর

প্রতিটি দফার ভোটের দিন রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিন জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। আসানসোল ও গঙ্গারামপুরে তিনি জনসভা করবেন। এখন রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর সমাবেশ করাটা ঝুঁকির বলেই অনেকে মনে করছেন। মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী এই ঝুঁকি নিয়েই রাজ্যে আসছেন সভা করতে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রথম দফার ভোটগ্রহণের দিন বাংলাদেশে যশোরেশ্বরী কালী মন্দির ও ওড়াকান্দিতে মতুয়াধামে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় থেকে চতুর্থ দফা পর্যন্ত নির্বাচনী সভা করেছেন। পঞ্চম দফার দিনেও রয়েছে তাঁর জোড়া সভা। আবার দু’‌বার বাংলায় আসবেন মোদী। আগামী ২১ এপ্রিল মালদহ–মুর্শিদাবাদে জনসভা করার কথা তাঁর। ২৪ এপ্রিল কলকাতা ও বোলপুরে জনসভা। নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটের দিন সভা করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে একই অভিযোগ করেছেন সিপিএম নেতা রবীন দেব। এদিন সকালে বাংলায় ভোটারদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করেছেন, ‘‌পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেওয়ার আহ্বান জানাই। বিশেষত প্রথমবার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।’‌