সেপ্টেম্বর মাসের শেষেই সম্ভবত আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানে তালিবান–রাজ এবং গোটা বিশ্বে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তুঙ্গে কূটনৈতিক চর্চা। আর তারই মধ্যে এবার মার্কিন সফরে যাওয়ার প্রস্তুতিতে প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী। আর এমনটা হলে করোনাভাইরাস আবহে এবং মার্কিন মসনদে জো বাইডেন বসার পর এটাই হবে তাঁর প্রথম আমেরিকা সফর। জানা গিয়েছে, সব ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। আগস্ট মাসে পরিষদের সভাপতি পদে ছিল দেশ। তখন আফগানিস্তান নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব পাশ করা হয়ে নিরাপত্তা পরিষদে। এই পরিস্থিতিতে এবারে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আলোচনার মূল বিষয় যে আফগানিস্তানে তালিবানি শাসন তা বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর, আমেরিকা সফরকালে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালাবেন মোদী। সেই আলোচনার কেন্দ্রবিন্দু হবে আফগানিস্তান–তালিবানের উত্থান। আফগানিস্তানে চিন, পাকিস্তান ও রাশিয়ার প্রভাব বাড়ায় আমেরিকাও কোয়াড নিয়ে যথেষ্ট তৎপর। চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের সদস্যরা হচ্ছে–আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। মূলত, চিনকে ঘরে ফেলতেই এই অক্ষ।
তালিবানের মুখপাত্র সুহেল শাহিন কাতারের অফিসে একটি সাক্ষাৎকারে জানিয়েছে, কাশ্মীরের মুসলিমদের সঙ্গে স্বপক্ষে কথা বলা তাদের অধিকারের পক্ষে। আসলে, মুসলিমদের নিজেদের দলে টানতেই তালিবানের এই ভাবনা বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।