দেশ ব্রেকিং নিউজ

ফেব্রুয়ারি মাসে বাংলায় মোদী!‌

আগামী ২৩ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ৩০ জানুয়ারি আসছেন অমিত শাহ। ফ্রেরুয়ারি মাসে কি বাংলায় ফের আসছেন নরেন্দ্র মোদী? এবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রাজ্যে পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনায় মোদীকে আনার পরিকল্পনা করেছে বঙ্গ–বিজেপি। দলের কোর গ্রুপের বৈঠকে প্রাথমিক আলোচনার পর প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সবুজ সংকেত মিললেই তারিখ চূড়ান্ত করা হবে বলে খবর।
গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দেরসঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার বাংলায় বড়মাপের মিছিল–মিটিং হবে। গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্য নেতারাই। তবে রাজ্যে এসে সেই কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ, জেপি নাড্ডার মতো সর্বভারতীয় নেতারাও। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তেও তাঁরা যাবেন বলে খবর।
বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে এদিন কলকাতায় বিশেষ বৈঠকে বসেছে বঙ্গ বিজেপির কোর কমিটি। বৈঠকে যোগ দিয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়–সহ রাজ্যস্তরের শীর্ষ নেতারাও। বৈঠকে ফ্রেরুয়ারি মাসে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর হাত ধরেই কি বাংলায় এই কর্মসূচির সূচনা হবে? সূত্রের খবর, মোদীর বঙ্গ সফরের অনুমতি চেয়ে দিল্লিতে প্রস্তাব পাঠিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। প্রস্তাব যদি সম্মতি মেলে, তাহলে দিনক্ষণও চূড়ান্ত হবে।
উল্লেখ্য, অমিত শাহ ৩০ জানুয়ারি জনসভা করবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। দীর্ঘদিন ধরেই এই সভার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানাচ্ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই আবেদন সাড়া দিয়ে এবার মতুয়াদের কাছে সশরীরে হাজির হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ফেব্রুয়ারি মাসে রাজ্যে আসবেন জেপি নাড্ডা বলে খবর।