রাজ্য

রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী

নেতাজির জন্মজয়ন্তীতে এসে বিতর্ক তৈরি করেছেন খোদ প্রধানমন্ত্রী। কারণ তাঁর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল। যার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি তিনি। এমনকী নীরব থেকেছেন। এবার ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সূত্রের খবর।। বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। তবে এবারের সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি এখনও নেই। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য সফর বাড়ছে মোদী–শাহের বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।
বিজেপি সূত্রে খবর, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত পেট্রোলিয়ামের এক সরকারি কর্মসূচিতে ঝটিকা সফরে রাজ্যে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী। কলকাতা হয়ে সরাসরি তিনি চলে যাবেন শুভেন্দু অধিকারীর গড় হলদিয়ায়। সেখানেই সরকারি ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই দিল্লি ফিরে যেতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে, সম্ভব হলে প্রধানমন্ত্রীর রাজ্য সফর দীর্ঘায়িত করে কোনও রাজনৈতিক কর্মসূচি তাতে অন্তর্ভুক্ত করার।
উল্লেখ্য, শুক্রবারই দু’দিনের রাজ্য সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সরকারি এবং রাজনৈতিক সব মিলিয়ে আজ শনিবার এবং রবিবার একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। কিন্তু শুক্রবার দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ায় সেই সফর বাতিল হয়েছে। তাঁর পরিবর্তে হাওড়ার যোগদান মেলায় কেন্দ্রস্তরের বড় কোনও নেতাকে আনার চেষ্টা করছে গেরুয়া শিবির। আগামী ৫–৬ ফেব্রুয়ারি রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে অমিত শাহ রাজ্যে না আসতে পারায় বিজেপি কর্মীরা হতাশ।