দেশ লিড নিউজ

‘‌কেন্দ্রের সঠিক পদক্ষেপেই করোনা প্রতিরোধে এগিয়ে ভারত’‌

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। তবে টিকা না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। কলকাতা, নয়ডা আর মুম্বইয়ে আইসিএমআরের নতুন টেস্টিং ল্যাবের উদ্বোধন করে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ল্যাবগুলি খোলা হয়েছে নয়ডা, মুম্বই এবং কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজে। এইসব ল্যাবে রোজ ১০,০০০ করোনা স্যাম্পল টেস্ট করা যাবে।
ভারতে সুস্থতার হার ভালো থাকা আর মৃত্যু–হার কম থাকার জন্য কেন্দ্রের পদক্ষেপেরই প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, প্রথম থেকে সঠিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। তাই দেশে মৃত্যু–হার এত কম। সুস্থতার হার এত বেশি। দেশে ১৩০০ ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। আগে যেখানে দেশে একটাও পিপিই তৈরি হত না, সেখানে বিশ্বের মধ্যে দ্বিতীয় পিপিই কিট তৈরির দেশ হয়ে উঠেছে ভারত। দৈনিক আড়াই লক্ষ এন–৯৫ মাস্ক তৈরি হচ্ছে দেশে।
ভিডিও কনফারেন্সে ল্যাবগুলির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‌ওইসব ল্যাবে শুধুমাত্র করোনা পরীক্ষাই হবে না, ভবিষ্যতে অন্যান্য রোগেরও পরীক্ষা হবে। তার মধ্যে থাকবে হেপাটাইটিস বি, এইচআইভি, ডেঙ্গুর মতো পরীক্ষা।’‌ আইসিএমআরের ল্যাবের ভার্চুয়াল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দেশে এই মুহূর্তে ১১,০০০ হাসপাতালে করোনার চিকিৎসা হচ্ছে। ১১ লাখ আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে। দেশে কাজ করছে ১৩০০ টেস্ট ল্যাব। ওইসব ল্যাবে রোজ ৫ লাখ স্যাম্পেল টেস্ট হচ্ছে।
এদিনের ভার্চুয়াল বৈঠকে মোদীর কাছে আরও টাকার দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌করোনা যুদ্ধে রাজ্য আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত ১২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে কেন্দ্রের থেকে। তবে এই যুদ্ধে রাজ্যে আরও টাকার প্রয়োজন। আর আমফানের জন্য রাজ্য ৫ হাজার কোটি টাকা চাইলেও পেয়েছে এক হাজার কোটি টাকা।’‌