রবিবার বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের মন কি বাতে সেই আত্মনির্ভরতার উপর জোর দিলেন তিনি। প্রশংসা করলেন দেশের যুব সম্প্রদায়ের। তাঁদের নতুন নতুন উদ্যোগেরও কথা তুলে ধরেছেন তিনি। তবে নতুন কিছু বছরের শেষে প্রাপ্ত হল না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নতুন বছরের প্রথম রেডি অনুষ্ঠানে নতুন কিছু পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করছেন অনেকে।
জানা গিয়েছে, বছর শেষের ‘মন কি বাতে’ কী বলবেন, তা নিয়ে দেশবাসীর পরামর্শ চেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে অনেকে চিঠি লিখেছিলেন। এদিন বেশকিছু চিঠি পড়লেন প্রধানমন্ত্রী। তাতে দেশের বিভিন্ন রাজ্যের মানুষের অভিনব উদ্যোগের কথা তুলে ধরলেন তিনি। তবে সেখানে অবশ্য বাংলার উল্লেখ ছিল না। আবার এদিন তিনিও বাংলার সরকারকে আক্রমণ করেননি। বাংলার মানুষের জন্য নতুন কিছু শোনাননি।
এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারীর জেরে গোটা বিশ্বে সরবরাহ ধাক্কা খেয়েছিল। কিন্তু এই বিপদই মানুষকে নতুন নতুন উপায় শিখিয়েছে। এটাই আত্মনির্ভরতা। দেশকে আত্মনির্ভর করতে দেশবাসী ভারতীয় সামগ্রী ব্যবহার করছে। তাই সামগ্রীর মানোন্নয়ন ও ত্রুটিবিহীন পণ্য উৎপাদনে জোর দিতে হবে। নভেম্বর মাসেই কাশ্মীরের কেশর জিআই পেয়েছে। বিদেশে ভাল চাহিদাও রয়েছে।’