এখন আর ক্ষমতায় বন্ধু ট্রাম্প নেই। তাই রীতি মেনেই ভাবী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রীর। মঙ্গলবার রাতে নরেন্দ্র মোদী এবং জো বিডেনের মধ্যে ফোনালাপ হয়েছে। ইন্দো–মার্কিন সম্পর্ক আরও মজবুত করা নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু জানান, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েও তাঁদের কথা হয়েছে। উঠেছে করোনা ভ্যাকসিনের প্রসঙ্গও। বিডেনের সঙ্গে ফোনালাপ নিয়ে পরে টুইটও করেন প্রধানমন্ত্রী।
টুইটারে এই খবর দেন মোদী নিজেই। তিনি বলেন, ‘অভিনন্দন জানানোর জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে ফোনে কথা বললাম। ইন্দো–মার্কিন কৌশলগত সম্পর্কের প্রতি আমাদের দৃঢ় প্রতিজ্ঞায় জোর দিলাম। করোনাভাইরাস অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মতো বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা করলাম।’
ফোনালাপে ওঠে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রসঙ্গ। তাঁকেও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। পরে টুইটে লেখেন, নবনির্বাচিত মার্কিন ভাইস–প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও উষ্ণ অভিনন্দন জানানোর কথা বলেছি। ইন্দো–মার্কিন কমিউনিটির কাছে তাঁর সাফল্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণামূলক।
উল্লেখ্য, বরাবরই প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত–চিনের মতো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে গোঁসা করেছেন। এমনকী প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার স্বপক্ষে যুক্তি খুঁজতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে ভারতকে ‘নোংরা’ বলেছিলেন ট্রাম্প। তখন ভারতকে ‘বন্ধু’ হিসেবে ট্রাম্পকে কটাক্ষ করেছিলেন বিডেন।