রাজ্য

নেতাজি পরিবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি স্মরণ কর্মসূচিতে তাঁর ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে এই খবর মিলেছে। নেতাজির পরিবারের পক্ষ থেকে ২৩ জানুয়ারি বাংলায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদানের জন‌্যও মোদীকে অনুরোধ করেন তাঁরা। তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে নেতাজি মূর্তিতে মাল্যদান ও অন্য কর্মসূচি রয়েছে। বসু পরিবার অবশ‌্য তার আগেই মাল‌্যদানের জন‌্য মোদীকে প্রস্তাব দিয়ে রেখেছে।
এদিকে নেতাজি জয়ন্তী পালনকে কেন্দ্র করে এই বছর কেন্দ্র–রাজ্যের মধ্যে ‘প্রতিযোগিতার’ আবহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় শাসকদল বিজেপি এবং রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দু’পক্ষই এবার সমান উদ্যোগী। রাজ্যের বিধানসভা নির্বাচনই যে তার মূল কারণ তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রের শাসকদল বিজেপি বাঙালি ভাবাবেগকে ছুঁতে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করার কর্মসূচি নিয়েছে। আবার পালটা কমিটি গঠন করে রাজ্য সরকারও দিনটিকে মহা আড়ম্বরে পালন করার প্রস্তুতি নিয়েছে। ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার জন‌্য আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছে রাজ‌্য। বাংলার দীর্ঘদিনের এই দাবি কেন্দ্র কখনও মানেনি।
অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে সারা বছর ধরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তাতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজি কন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এই বছরের অনুষ্ঠানে তিনি হাজির থাকতে না পারলেও আগামী বছরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বসু পরিবার সূত্রে খবর।
উল্লেখ্য, নেতাজির জন্মস্থান ওড়িশার কটক এবং আইএনএ’‌র প্রথম দপ্তর মণিপুরের মোরাংয়ে নেতাজি জয়ন্তী সাড়ম্বরে পালন করার সিন্ধান্ত নিয়েছে কেন্দ্র। কলকাতায় নেতাজির নামে মিউজিয়াম, মোরাংয়ের দপ্তরটিকে সংস্কার করে সেখানেও একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র। দু’বছর আগে নেতাজি জয়ন্তীতেই লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এই বছর একটি ডিজিটাল উইং তৈরি করারও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।