মুখে সবসময়ই বলা হয় নারীর ক্ষমতায়ন থেকে নারীর সামাজিক স্বীকৃতি নিয়ে নানা কথা। কিন্তু কতটা হয়েছে সেই কাজ? দেশের উন্নয়নে বরাবরই নারীশক্তির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি “আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ” নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটাই নয়া চমক।
বৃহস্পতিবার ১২ অগস্ট দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে খবর। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন নামক অনুষ্ঠানে তিনি কথা বলবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। কীভাবে তারা নিজেদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন, তাও শুনবেন প্রধানমন্ত্রী।
গৃহ ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রকের অধীনে দীনদয়াল যোজনা আনা হয় কেন্দ্রের পক্ষ থেকে। এই প্রকল্পের অধীনে কাজের জন্য কেন্দ্রের পক্ষ থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের ৪০৪১টি শহর এই প্রকল্পের অধীনে রয়েছে। এই প্রকল্পের অধীনে একদিকে যেমন প্রশিক্ষণের মাধ্যমে জাীবীকার ব্যবস্থা করা হয়, তেমনই স্বনির্ভর গোষ্ঠী তৈরি ও সহায়তা প্রদানের কাজও করা হয়। এছাড়াও গরিবদের কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগে ভাতার ব্যবস্থাও রয়েছে।