দেশ লিড নিউজ

বাদ পুরোনো দুই, নতুন চার কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে বাংলা

জল্পনা ছিলই, শেষপর্যন্ত সত্যিই হল জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাংলার দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চোধুরী। অবশ্য মন খারাপের প্রয়োজন নেই, তাঁদের বদলে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন চারজন। প্রত্যেকেই প্রথমবারের জন্য মন্ত্রিত্বের স্বাদ পাবেন। নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন নিশীথ প্রামানিক, শান্তুনু ঠাকুর, জন বার্লা ও ডঃ সুভাষ সরকার।সূত্রের খবর, এরা প্রত্যেেকেই তাঁরা রাষ্ট্রমন্ত্রী হবেন। বুধবার সন্ধ্যায় ওই চারজনের পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ৩৯ জন শপথ নিতে চলেছেন।

 

কেন্দ্রীয় সরকারের সূত্রে জানা যাচ্ছে, আনুষ্ঠানিক ভাবে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন মোট ৪৩ জন। এরা প্রত্যেকেই নতুন মুখ। বুধবার সকাল থেকেই জল্পনা কল্পনা বাড়ছিল কারা কারা নতুন করে মন্ত্রিসভায় স্থান পাবেন? কিন্তু বেলা গড়াতেই অনেকটা পরিস্কার হতে থাকে চিত্র। বাংলা থেকে শান্তুনু ঠাকুর এবং নিশীথ প্রামানিকের নাম চূড়ান্ত ছিলই। পরে জানা যায় সুভাষ সরকার ও জন বার্লি মন্ত্রী হচ্ছেন। কিন্তু চমকের এখানেই শেষ ছিল না। কারণ দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দুই বারের কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে কেন মন্ত্রিসভা থেকে সরানো হল সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।