দেশ ব্রেকিং নিউজ

নির্বাচন নিয়ে বৈঠকে মোদী

এখন পাখির চোখ বাংলার বিধানসভা নির্বাচন। তার সঙ্গে অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনও রয়েছে। কয়েকদিনের মধ্যে নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা হয়ে যাবে। তাই তার আগে রবিবার দিল্লিতে বিজেপির জাতীয় নেতাদের নিয়ে একটি বড় মাপের বৈঠক হতে চলেছে। এনডিএমসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সভায় নির্বাচন নিয়ে রিপোর্ট খতিয়ে দেখবেন স্বয়ং মোদী। বৈঠকটি চলবে সকাল বিকেল ৫টা পর্যন্ত। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। তবে এখানে তিনি অন্যান্য নেতাদের কথাও শুনবেন এবং প্রশ্ন করবেন তাঁদের।
জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে মুকুল রায়, অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও সংগঠক শিবপ্রকাশ উপস্থিত থাকছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অংশ নিতে পারেন বলে খবর। যেহেতু প্রধানমন্ত্রী মোদী সোমবার বাংলা সফরে যাবেন, তাই রাজ্য সভাপতির বৈঠকে যোগ দেওয়া এখন স্পষ্ট হয়নি।
সূত্রের খবর, সংশ্লিষ্ট বৈঠকে বিজেপির সমস্ত রাজ্যের রাজ্য সভাপতি, রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সহ–সহকারীরা, সমস্ত রাজ্যের সংগঠন মন্ত্রীরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী বাদেও বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য সংসদীয় বোর্ডের সদস্যরাও অংশ নেবেন। এই বৈঠকে দলের মধ্যেই সমস্ত রাজ্যের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা। ২২ জন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের প্রচার কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করার নিয়ে হবে আলোচনা।
বিধানসভা নির্বাচনের সূতিকালগ্নে এই প্রথম বিজেপি নেতাদের নিয়ে বড় বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় স্তরের বেশিরভাগ নেতারাই এই বৈঠকে উপস্থিত রইলেও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকেই মূলত পাখির চোখ করা হবে। গত ৮০ দিনেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে যেভাবে বিজেপির উপর চাপ বাড়ছে, তা থেকে বেরিয়ে আসারও উপায় উঠে আসবে এই বৈঠকে বলে মনে করা হচ্ছে।