পাখির চোখ ২০২১ সালের বিধানসভা নির্বাচন। তাই বৃহস্পতিবার বাংলার মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজোর শুভেচ্ছাবার্তা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে সরাসরি প্রচারিত হবে। এমনকী প্রতিটি বুথে এই বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটাও নাকি একপ্রকার জনসংযোগ। তাই নির্বাচনের আগে বাংলার মানুষের মন পেতেই এই ছক বলে মনে করা হচ্ছে।
আগে শোনা গিয়েছিল এই রাজ্যের একটি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে তা হচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারণ তেমন কোনও পুজো কমিটি জোগাড় করতে পারেননি তাঁরা। তাই ষষ্ঠীর দিন বাঙালির উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে পুজোর শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই ওই বার্তা দেবেন তিনি।
জানা গিয়েছে, রাজ্য বিজেপি’র পক্ষ থেকে ওই শুভেচ্ছাবার্তা ২৯৪টি বিধানসভার প্রতিটি বুথে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা আবহে শারীরিক দূরত্ব বজায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রতিটা বুথে কমপক্ষে ২৫ জন দলীয় কর্মী এবং ভোটার উপস্থিত থাকবেন। রাজ্যের ৭৮ হাজারের বেশি বুথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা শোনানোর ব্যবস্থা করছে বিজেপি।
তবে বিজেপি’র আর একটি সূত্র বলছে, বাংলার একটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। সল্টলেকের ইজেডসিসি’র ভেতরে যে দুর্গাপুজো হয়, সেটিরই উদ্বোধন করবেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানপর্ব মিলিয়ে ষষ্ঠীর দিন প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা ভার্চুয়াল সমাবেশে উপস্থিত থাকবেন৷