দেশ

এবার চিনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী

দু’‌দিন পর অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী বলেন, ‘‌ভারত শান্তিপ্রিয় দেশ। তবে কেউ উস্কানি দিলে বা খোঁচালে যোগ্য জবাব দিতে জানে। ভারতকে দুর্বল যেন মনে না করে চিন।’‌ শুরুতেই চিনের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের স্মরণ করেন তিনি। দু’‌মিনিটের নীরবতা পালন করেন ভিডিও কনফারেন্সের শুরুতে। তিনি বলেন, ‘‌দেশবাসী আমাদের বীর জওয়ানদের জন্য গর্বিত।’‌
প্রধানমন্ত্রী আজ বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। তবে কেউ উস্কালে বা খোঁচালে ভারত তার যোগ্য জবাব দিতে জানে। চিন যেন মনে না করে ভারত চুপ করে বসে থাকবে। যথা সময়ে যথাযথ জবাব দেবে ভারত। জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না। আমাদের কাছে দেশের একতা ও সার্বভৌমত্ব সব থেকে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে যে কোনও পরিস্থিতিতে ভারত পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে।
এদিকে লাদাখে গলওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনী চিনের সেনার কড়া মোকাবিলা করেছে। তারা এমনি এমনি প্রাণ দেয়নি। চিনা সেনাকে মারতে মারতে মরেছে। তাঁদের প্রাণ দান বৃথা যাবে না বলে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতকে বিবাদ মেটানোর বার্তা দিয়েছে বেজিংও। আমরা চাই না আবারও সংঘর্ষ হোক। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর পক্ষে সওয়াল করে চিনের বিদেশমন্ত্রক। আবার চাপে রাখতে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বেজিং জানায়, সীমান্ত পেরিয়ে চিনের এলাকায় প্রবেশ করলে ও একতরফা আগ্রাসী পদক্ষেপ করলে সীমান্ত পরিস্থিতি আরও খারাপ হবে।

‌‌