অধীরকে ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ২৩ তারিখ বাংলায় যাচ্ছি। এবার সেই ফোনে কথোপকথনের নিশ্চয়তা মিলল। আগামী ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর।
কেন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বেছে নেওয়া হল? সূত্রের খবর, সামনে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি’র লক্ষ্য বাংলা দখল। তাই কখনও বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কখনও অমিত শাহ বাংলা সফরে আসছেন। ৯ তারিখ আসছেন জেপি নাড্ডা। আর ৩০ তারিখ আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এছাড়া কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বাংলা সফরে আসছেন। এবার বাংলায় আসছেন খোদ নরেন্দ্র মোদী। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় আসবেন তিনি। ভাষণ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপামর বাঙালি ছুটির দিন ঘুরতে যান। সেখানে সময় কাটান। তাই বাঙালি আবেগে সুড়সুড়ি দিতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে খবর। এর আগে দক্ষিণেশ্বর মন্দির–কোচবিহারের রাজবাড়িকে ব্যাকড্রপে রেখে ভার্চুয়াল সভা করেছিলেন তিনি। এবারও তাই করতে চলেছেন বলে খবর।