এবার বার্তা বাংলার জন্য। মহাষষ্ঠীর দিন (২২ অক্টোবর) দুর্গাপুজো নিয়ে ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শারদীয়ার বোধনেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোমবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘পুজোর আগেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ। আসলে এবার বাংলা দখল হল পাখির চোখ। তাই এই তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
জানা গিয়েছে, রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। সেই আবেদনেই সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদী। এবারের পুজোয় মোদীকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেন বিজেপি’র রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ। উৎসবের সময় কোভিড–বিধি মেনে চলার পরামর্শ–সহ তাঁকে ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, এবার মহালয়ার দিন মা দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুভ মহালয়া টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। আগেও দুর্গাপুজোর সময় দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এ বারের প্রেক্ষাপট একেবারেই আলাদা। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। স্বাভাবিক ভাবেই দুর্গাপুজোর আবহে মোদী-শাহের এমন কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।