দেশ ব্রেকিং নিউজ

ভোট ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আগামী ৭ মার্চ হতে পারে বাংলা–সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা। সোমবার এমনই ইঙ্গিত দিলেল খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। বঙ্গ–সফরে আসার আগে অসমে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী একপ্রকার স্পষ্টই করে দিয়েছেন, বাংলা–সহ অন্য রাজ্যগুলির নির্বাচন ঘোষণা হতে পারে ৭ মার্চ বা মার্চের প্রথম সপ্তাহে। অসমের সভা থেকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‌আগামী দিনে আমি আরও একাধিকবার আপনাদের কাছে আসার চেষ্টা করব। ধরে নিন ৭ মার্চ ভোট ঘোষণা হল, গতবার হয়েছিল ৪ মার্চ। এবার আশা করি তার আশেপাশেই হবে।’‌
অসম থেকে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি রেলওয়ে প্রকল্পের উদ্বোধন করেন। এক মাসের মধ্যে এই নিয়ে তিনবার অসম ও বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী। ভোটের দিন ঘোষণার আগেও যে আবার তিনি এই দুই রাজ্যের সফরে আসবেন, তার ইঙ্গিতও তিনি এদিন দিয়ে রাখলেন। প্রধানমন্ত্রী এদিন অসমের সভা থেকে জানান, আগের সরকার নর্থ–ইস্টকে সৎ ভাই হিসাবে দেখত। আমাদের সরকার ভেদাভেদ ভুলে নর্থ–ইস্টকে নতুন করে সাজাতে উদ্যোগ নিয়েছে। অসমের বিকাশের জন্য আমরা সব করব।
সূত্রের খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি ফের সরকারি কর্মসূচিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেদিন বাম–কংগ্রেসের ব্রিগেড সমাবেশ থাকবে। আগামী শুক্রবার ফের রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে আধাসেনা। আর তাতেই একুশে ভোটের পারদ চড়তে শুরু করেছে। এক কথায়, রাজ্যের নির্বাচনের সমস্ত প্রস্তুতিই মোটামুটি সারা। এখন শুধু সরকারি ঘোষণার অপেক্ষা।