Prime Minister Narendra Modi discussed with Bill Gates how the whole world can deal with the coronavirus at once. However, Bill Gates has expressed satisfaction over India's role in coronavirus fight.
দেশ লিড নিউজ

নরেন্দ্র মোদী–বিল গেটসের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এল করোনা

করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই কথা বারবার শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এবার গোটা বিশ্ব কীভাবে একযোগে করোনাভাইরাসের মোকাবিলা করবে, তা নিয়ে বিল গেটসের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্যানডেমিকের চিকিত্‍সার জন্য গবেষণার বিষয়েও আলোচনা হয় তঁদের মধ্যে।
যদিও করোনাভাইরাস মোকিবিলায় ভারতের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিল গেটস। এই স্বাস্থ্য সংকটে ভারত কী কী পদক্ষেপ করেছে তাও বিল গেটসের সামনে তুলে ধরেন মোদী। প্রযুক্তির সাহায্যে কীভাবে করোনা পরিস্থিতি ঠেকানো যায় তা নিয়ে বিল গেটসের সঙ্গে আলোচনা হয়েছে বলে ট্যুইট করে জানান নরেন্দ্র মোদী। তবে ভারতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা চিন্তায় ফেলেছে প্রধানমন্ত্রীকে।
সেই চিন্তা থেকেই উভয় পক্ষের বৈঠক বলে মনে করা হচ্ছে। করোনার আক্রমণের আগে থেকে ভারতের করা কয়েকটি পদক্ষেপের কারণে এই পরিস্থিতির মোকাবিলা করা কিছুটা সহজ হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবার উন্নতি, সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সচেতনতার জাগরণ এবং আয়ুর্বেদের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর ফলে ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার নেয়নি বলে দাবি করেন তিনি। তবে আরও মজবুতভাবে ঠেকানোর জন্যই বৈঠক বলে সূত্রের খবর।