দেশ ব্রেকিং নিউজ

আবার বাংলাকে খোঁচা মোদীর

কেন্দ্রীয় কৃষি প্রকল্পের পর এবার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়েও বাংলাকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জম্মু–কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন তিনি। উদ্বোধনের অনুষ্ঠান থেকেই ফের একবার বাংলাকে নিশানা করেন মোদী। সামনেই বিধানসভা নির্বাচন। তাই বাংলার মন পেতেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।
ওই অনুষ্ঠানে প্রকল্পের সুবিধের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‌দেশের সব জায়গায় এই প্রকল্পের কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন। দেশের ২৪০০ হাসপাতালে চিকিৎসা করানো যাবে। কলকাতায় এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেনি। কিছু মানুষ বুঝতে চায় না। কী আর করা যাবে।’‌
এদিনের ভার্চুয়াল মঞ্চ থেকে দেশজুড়ে আয়ুষ্মান প্রকল্পের সুফল তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নিজের রাজ্যেই শুধু নয়, এই কার্ড থাকলে দেশের যে কোনও প্রান্তের সরকারি হাসপাতাল, প্রকল্পের আওতাধীন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন তাঁরা। এই প্রসঙ্গে বলতে গিয়েই বাংলার কথা তুলে আনেন মোদী।
উল্লেখ্য, শুক্রবারই এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৯ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮০০০ কোটি টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে নয়া কৃষি আইনের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তুলোধনা করেন মোদী। আর আজ প্রধানমন্ত্রীর খোঁচা, ‘‌চেন্নাই, মুম্বই, দিল্লি সর্বত্র চিকিৎসা করাতে পারবেন। শুধু কলকাতাতে এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ, বাংলার সরকার এই প্রকল্প চালু করেনি। কী করা যাবে, কিছু মানুষ বুঝতে চায় না।’‌