বেআইনি প্রতিরোধের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকল করে দেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলার ঘটনায় কিছুটা কড়া ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ করারও আহ্বান জানান তিনি। নির্বাচিত আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প জমানার শেষ মানতে না পেরে মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার সকালে টুইটে মোদী লেখেন, ওয়াশিংটন ডিসিতে দাঙ্গা এবং সংঘর্ষে ঘটনাটি দেখে আমি খুবই বেদনাহত। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সব নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। বেআইনি প্রতিরোধের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকল করে দেওয়া যায় না।
জানা গিয়েছে, যখন হামলা চালানো হয় তখন হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। তার মধ্যেই ট্রাম্প সমর্থকরা জোর করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। ক্যাপিটল বিল্ডিংয়ে নিরাপত্তা বজায় রাখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতেই এক প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।
ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালানোর এই নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আমেরিকার সব থেকে ঘনিষ্ঠ মিত্র দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, ‘আমেরিকা কংগ্রেসের ইতিহাসে এটা একটা লজ্জাজনক ঘটনা।’ ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ক্যাপিটল বিল্ডিংয়ের ঘটনা আমেরিকার সত্যিকারের ছবি হতে পারে না। এটা বিশৃঙ্খলা। এটা প্ররোচনা। আমাদের লক্ষ্য আইন মেনে চলা। এটাই গণতন্ত্রের দস্তুর হওয়া উচিত।’