দেশ ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী পরস্পরকে টুইট

ফের একবার বাংলার মানুষের রায়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে সকালে তিনি শপথ নেন। তার ঠিক পরেই টুইট করে শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলেই সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে ট্যাগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডলকেও।
এদিন অনাড়ম্বর এবং অল্প কিছু আমন্ত্রিতের সামনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকার। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপালও। মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন তিনি। তবে ভোট পরবর্তী বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসা নিয়েও সরব হন রাজ্যপাল। যদিও মুখ্যমন্ত্রী আগেই রাজ্যের মানুষের কাছে এবং সব রাজনৈতিক দলের কাছেই শান্তি বজায় রাখার আবেদন করেছেন।
শপথ নেওয়ার পর রাজভবনে চা চক্রে অংশ নেন মমতা। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের উদ্দেশে রওনা দেন। তবে তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করেন। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমন্বয় করে চলবে বলেও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপাল যেমন মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেছেন, প্রধানমন্ত্রী আবার তাঁকে ‘মমতা দিদি’ বলে সম্বোধন করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যদিও ভোট প্রচারের সময় প্রধানমন্ত্রীর ‘দিদি ও দিদি’ ডাকে আপত্তি ছিল অনেকের।