দেশ ব্রেকিং নিউজ

মমতা–মোদীর বৈঠক কী নিয়ে?‌

কোভিড টিকাকরণ ও বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তর আলোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্যই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দু’‌জনের বৈঠক। মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এদিনের বৈঠক সৌজন্যমূলক ছিল৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের জয় এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি তাঁর৷ তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছিলেন৷ তিনি বলেন, ‘‌প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের আরও বেশি টিকা চাই৷ অন্যান্য রাজ্য টিকা পাক অসুবিধে নেই৷ কিন্তু জনসংখ্যার অনুপাতে অন্যান্য রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা৷ আমাদের রাজ্যে টিকাকরণের কাজ খুব ভালভাবে হচ্ছে৷ আমাদের রাজ্যে সংক্রমণের হারও এক শতাংশের আশেপাশে রয়েছে৷ করোনার তৃতীয় ঢেউয়ের আগে সবাই যাতে টিকা পান, সে কথা প্রধানমন্ত্রীকে বলেছি৷’‌

বাংলার নাম পরিবর্তনের বিষয়টি বিধানসভায় পাশ হলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। তা নিয়েও তদ্বির করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড নিয়ে আলোচনা করেছি। আর একটু বেশি টিকা ও ওষুধ দরকার। আমরা চাই, সব রাজ্যই পাক। বাংলার প্রকল্পগুলি নিয়েও কথা হয়েছে। রাজ্যে নাম পরিবর্তন বিষয়টি দেখার অনুরোধ করেছি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’‌

যদিও তিনি যে দাবিগুলি জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পেগাসাস বিতর্কেও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‌প্রধানমন্ত্রীর উচিত এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকা৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করা দরকার৷’‌