দেশ ব্রেকিং নিউজ

নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী

আফগানিস্তানে কার্যত তাণ্ডব শুরু করে দিয়েছে তালিবানরা। মুখে শান্তির কথা বললেও কাজের ক্ষেত্রে যথেষ্ট অনমনীয়তা দেখিয়ে চলেছে তারা। শান্তিকামী মুখোশের আড়ালে বেরিয়ে পড়ছে নির্মম মুখ। যে তালিবান ২০ বছর পরও নিজের হিংস্র মোড়ককে ঝেড়ে ফেলতে পারেনি, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে চলেছে তাদের এক একটি কাজ। ভারতের দূতাবাসে ঢুকে তাণ্ডব চালায় তালিবানরা। এরপরই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন নরেন্দ্র মোদী ট্যুইটে সাফ জানান, ‘‌হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনও বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যে জিনিসের শুরু হয়, তার স্থায়িত্ব অনেক কম।’‌ আফগানিস্তানে তালিবানরাজ নিয়ে এদিন প্রধানমন্ত্রীর এই বক্তব্যেই নয়াদিল্লি নিজের জায়গা স্পষ্ট করে দিয়েছে।

আফগানমুলুকে ঘরে ঘরে ঢুকছে তালিবান, ফিরে আসছে ২০ বছর আগের দগদগে স্মৃতি। খোঁজ করছে কোন কোন বাড়িতে আফগান সেনার সদস্যরা আছে। তল্লাশি চালানো হচ্ছে বেলাগাম। কোন বাড়িগুলিতে ন্যাটো বাহিনি কিংবা রাষ্ট্রপুঞ্জের দূতরা লুকিয়ে রয়েছেন সেসব খুঁটিয়ে দেখছে তালিবানি সেনা। কার্যত গোটা দেশ নরকের আকার নিয়েছে।

এদিন স্পষ্ট ভাষায় চিনের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়ে দিয়েছে তালিবানরা। তারা জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের উন্নতিতে চিনকে তারা আহ্বান করতে চায়। কারণ চিনের অর্থনীতি খুবই ভালো ও বৃহৎ। তাতে আফগানিস্তানের উন্নতি হবে।