বাংলায় পঞ্চম দফার নির্বাচনের মুখে ভোট প্রচারে এসে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় অর্ধেক দফার নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। বাকি চার দফার নির্বাচনে তৃণমূল পুরো সাফ হয়ে যাবে। বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, হারছেন দেখে হতাশায় ভুগছেন দিদি। তিক্ত কথাবার্তা বলছেন।
তারপরেই মঞ্চ থেকে তিনি বলেন, ‘যাঁরা আপনাদের সঙ্গে খেলা করার কথা ভাবছিলেন, তাঁদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে। আপনারাই বলুন, দিদি রাগ তো স্বাভাবিক! নন্দীগ্রামে ক্লিন বোল্ড দিদি। আপনাদের সঙ্গে দিদি খেলা খেলতে চেয়েছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। নন্দীগ্রামের মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছেন। দিদির ইনিংস শেষ বাংলায়। দিদির বড় পরিকল্পনা ফেল করে দিয়েছেন বাংলার লোকেরা। বাংলার মানুষ বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন। দলের অধিনায়কত্ব ভাইপোকে দিতে চেয়েছিলেন দিদি। দিদির এই খেলা সময় থাকতে ধরে ফেলেছে জনতা। দিদির গোটা টিমকে ময়দান ছাড়া করছে মানুষ।’
শীতলকুচির ঘটনা প্রসঙ্গে এদিন মোদী বললেন, ‘কোচবিহারে কয়েকদিন আগে যাদের মৃত্যু হল, তাঁরাও মায়ের সন্তান। দিদির নীতিতে মায়ের কোল খালি করেছে। কোচবিহারের ঘটনা দু:খজনক। বিজেপি ক্ষমতায় এলে বিচার হবে। দিদি ও তার গুন্ডারা এসব করেছে। দিদি এটাও জানেন, কংগ্রেস ক্ষমতা হারানোর পর আর ফেরেনি। বামেরাও তাই। দিদি আপনি গেলেও আর ফিরতে পারবেন না। দিদি ও ওঁর ঘনিষ্ঠদের কথাবার্তাই বলে দিচ্ছে বড় হারের মুখ দেখতে চলেছে তৃণমূল।’