দেশ ব্রেকিং নিউজ

মোদী–পুতিন টেলিফোনে কথা

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী। তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। আলোচনার মূল বিষয় ছিল আফগানিস্তান। মোদী টুইটারে লেখেন, ‘‌আমার বন্ধু, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিস্তারিত ও দরকারি কথা হয়েছে।’‌

তিনি আরও লেখেন, কোভিড–১৯ অতিমারির বিরুদ্ধে ভারত–রাশিয়া সহযোগিতা-সহ দ্বিপাক্ষিক অ্যাজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা করেছি আমরা। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে নিবিড়ভাবে পরামর্শ চালিয়ে যেতে রাজি হয়েছি।

উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে কথা বলেছিলেন এবং আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এবং এই অঞ্চল ও বিশ্বের প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন। এখানের পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সে দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আধিকারিকদের বিশেষ নির্দেশও দিয়েছেন।

এদিকে তালিবান-ত্রাসে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা এবং হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়েছে। তালিবানের দখলে যাওয়া আফগানিস্তান থেকে পালিয়ে যেতে মরিয়া বহু মানুষ ভিড় জমাচ্ছেন বিমানবন্দরে। মার্কিন সেনা এবং আফগান নিরাপত্তারক্ষীদের কাছে ওই বিপুল সংখ্যক জনতাকে নিয়ন্ত্রণ করা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে কাবুল থেকে ভারতীয় কূটনৈতিকদের সরিয়ে নেওয়া হলেও সেখানে রাশিয়া ভিন্ন কৌশল নিয়েছে। সেখানে রাশিয়ান কূটনীতিকদের রেখে তালিবানের সঙ্গে যোগাযোগের দরজা খুলে রাখার কৌশল নিয়েছে পুতিন প্রশাসন।