দেশ ব্রেকিং নিউজ

সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

চিনের বিরুদ্ধে ভারত কী যুদ্ধে যাবে?‌ এই প্রশ্নই এখন দেখা দিয়েছে দেশবাসীর মনে। কারণ মঙ্গলবার রাতেই চার কেন্দ্রীয় মন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার খবর নিশ্চিত হতেই তড়িঘড়ি বৈঠক ডাকেন তিনি৷ এই বিষয়ে কেন্দ্রের পদক্ষেপ দাবি করে আওয়াজ তোলেন বিরোধীরা। এবার চিন সমস্যা নিয়ে বিরোধীদের সঙ্গেও আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
লাদাখে চিনের আগ্রাসী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ হবে এই বৈঠক। প্রধানমন্ত্রীর দপ্তর টুইট করে এই কথা জানিয়েছে। আগামী ১৯ জুন ভারত–চিন সীমান্ত সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি গালওয়ান সংঘর্ষ পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়। ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা অংশ নেবেন।
লাদাখের গলওয়ানে চিন সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সদস্য। এই খবর প্রকাশের প্রায় ২৪ ঘণ্টা পরে প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শোকবার্তা জ্ঞাপন করলেন রাজনাথ সিং। শহিদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী টুইটে লিখেছেন, গলওয়ানের সংঘর্ষে যে সেনাদের আমরা হারালাম তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সেনারা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। কর্তব্যে অবিচল থেকে প্রাণ বিসর্জন করেছেন তাঁরা।
সূত্রের খবর, এই মিনি ক্যাবিনেট বৈঠকের পরই ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে সেনাকে লাদাখে বাহিনী মোতায়েন করার সমস্ত রকমের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। তাছাড়া ভারতীয় বিমান বাহিনীকেও সীমান্তবর্তী বেসে নিজেদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তেজনা ক্রমশ বেড়ে চলায় শ্রীনগর-লেহ হাইওয়ে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের গাড়ি ছাড়া সব যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।