দেশ ব্রেকিং নিউজ

রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ছবিতে তৈরি হয়েছে উদ্বেগ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রাজনৈতিক কর্মীদের খুন, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এই বিষয়েই উদ্বেগপ্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকারকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টুইটে সে কথা জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জানতে চাইলেন বাস্তব পরিস্থিতি। এদিন টুইটারে রাজ্যপাল জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারই এই ইস্যু নিয়ে আলোচনা করতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। আর এই পরিস্থিতিতে এবার খোদ প্রধানমন্ত্রীর ফোন রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্যপাল আরও জানান, তিনি প্রধানমন্ত্রীকে অশান্তি, হিংসা, লুঠপাটের বর্ণনাও দিয়েছেন।
উল্লেখ্য, সোমবারই রাজ্যে বিরোধীদের উপরে হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর–সহ অন্যান্য হিংসা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যে হামলার শিকার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমন এক অবস্থায় প্রধানমন্ত্রীর রাজ্যপালকে ফোন রাজনৈতিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ৫ মে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ বন্ধ রাখার আর্জি জানিয়েছে বঙ্গ বিজেপি। এই খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী কটাক্ষ করে টুইট করেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘‌রাজনৈতিক হিংসার ঘটনা আসলে অতিরঞ্জিত। এই সব স্টান্ট বন্ধ করুন আর করোনা বিষয়ক ফোন করুন।’