দেশ ব্রেকিং নিউজ

মুকুল রায়কে ফোন প্রধানমন্ত্রীর‌

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে মুকুল রায়ের স্ত্রী খোঁজ নিতেই তৎপর হয়ে উঠল বিজেপি। মুকুল রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর করোনা আক্রান্ত স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। আজ মুকুল রায়কে ফোন করেন নরেন্দ্র মোদী। ২ মিনিটের কিছু বেশি সময় দু’‌জনের মধ্যে কথা হয়। মুকুলবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানারকম জল্পনার মধ্যেই মোদীর এই ফোন যথেষ্ট তাৎপর্যের বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ–ভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের স্ত্রী। তারই মধ্যে তাঁর ছেলে শুভ্রাংশু নানা পোস্ট, মন্তব্য, কলার টিউন জল্পনা তৈরি করেছে। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। গতকাল তাঁকে দেখতে হঠাৎই ওই হাসপাতালে যান যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পুত্র তথা বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। রাতে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
মুকুলবাবু বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হয়েও কেন বিজেপির একজনও তাঁর স্ত্রীকে দেখতে আসেননি সেই বিষয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন শুভ্রাংশু। অভিষেকের হাসপাতাল সফরের পর বুধবারই রাত ৯টা নাগাদ সেখানে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পরের দিনই ফোন এল স্বয়ং প্রধানমন্ত্রীর।