দেশ ব্রেকিং নিউজ

চার মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের সুনামিতে কাবু দেশ। ওঠানামা করছে করোনার গ্রাফ। কখনও একটু স্বস্তি তো পর মুহূর্তেই অস্বস্তি। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। যা নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্বেগ বাড়ছে। তার উপরে রয়েছে অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের অভাব। এই পরিস্থিতিতে শনিবার চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ৪ লক্ষ ছাড়াল৷ এই নিয়ে পরপর তিনদিন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। এই পরিস্থিতিতে ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
প্রধানমন্ত্রী শনিবার কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তবে বারবার চিঠি লিখে পরিস্থিতি বোঝাতে চাইলেও ফোন করে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেননি প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। যা ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,১৮৭ জনের। যা এখনো পর্যন্ত রেকর্ড। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৬৬ জনের। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৭৯,১৭,০৮৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২১ হাজার ৮৮২ জন। দেশে সুস্থতার হার ৮১.৯ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৬ কোটি ৭৩ লক্ষ ৪৬ হাজার ৫৪৪ জনের।