আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী কী ঢাকায় আসছেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করবে বাংলাদেশ। এই উপলক্ষ্যে আগামী বছর ২৬ মার্চ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখনই বাংলাদেশের চিলাহাটি–হলদিবাড়ি রেল যোগাযোগেরও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। এই খবর মিলেছে দু’পক্ষের থেকে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ড. মোমেন এই তথ্য জানান।
এদিন ড. মোমেন জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন। দোরাইস্বামীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক ও রেলপথ খুলে দিতে অনুরোধ জানানো হয়েছে।