দেশ লিড নিউজ

‘‌তৃণমূলের খেল খতম, উন্নয়ন শুরু’‌

বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে কলকাতার ব্রিগেড ময়দানে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মানুষকে দিলেন ভুরি ভুরি প্রতিশ্রুতি। তবে তাতে শেষ পর্যন্ত বাংলার ভোটারের মন গলে কি না, জবাব মিলবে ২ মে ভোটগণনার পর। ভাষণের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, ‘‌সারা জীবনে কয়েকশো সভা করেছি কিন্তু এত বড় রাজনৈতিক সভা আগে দেখিনি। এই সভা সফল করার জন্য বাংলা তথা কলকাতার ভাই–বোনদের প্রণাম। আজই মনে হচ্ছে ২ মে সবাই আসল পরিবর্তন দেখতে এসেছেন।’‌
প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর কিছুদিন বাংলা উন্নয়নের পথে এগোলেও কেন তার পর সব থেমে গেল?‌ প্রতিশ্রুতি দেন, বাংলায় বিজেপি সরকার এলে ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার শতবর্ষ পালন করবে তখন ভারতকে নেতৃত্ব দেবে বাংলা। কলকাতাকে দেশের সেরা শহর হিসাবে গড়ে তোলা হবে বলেও দাবি করেন তিনি। আটকে থাকা কাজ আরও দ্রুত শেষ হবে। কলকাতা মুড়ে ফেলা হবে উড়ালপুল দিয়ে।
আক্রমণাত্মক নরেন্দ্র মোদী বলেন, ‘‌পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই আপনাকে দিদি ভেবেছিল কিন্তু আপনি একজনেরই পিসি থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুধুমাত্র ক্ষমতাবদল চাই না, বাংলায় উন্নয়নকেন্দ্রিক সরকার গড়তে চাই। অনেক বছর নষ্ট হয়ে গিয়েছে। আর সময় নষ্ট করা যাবে না। আসল পরিবর্তন আনতে হবে।’‌ এদিনের সমাবেশ থেকে বাম কংগ্রেস জোটকেও কটাক্ষ করেন তিনি জানান, যে বামেরা বলত কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও তারা এখন সেই কংগ্রেসেরই হাত ধরেছে। কংগ্রেসের কালো হাত ফর্সা হয়ে গেল না কি?
বহিরাগত প্রসঙ্গেও তৃণমূলকে বেঁধেন তিনি। আর প্রশ্ন তোলেন, কংগ্রেস কি এই রাজ্যে তৈরি হয়েছিল? সেই দল ভেঙেই তো দল বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বামপন্থীদের আদর্শই বা কোন দেশে তৈরি? তারা বহিরাগত নয়? আর শ্যামাপ্রসাদের আদর্শে তৈরি দলের লোকেরা বহিরাগত? আর জানান, দিদি বাংলায় পদ্ম ফুটতে চলেছে তো আপনার জন্যেই। বাংলায় আপনার সরকারের পাঁকেই তো পদ্ম ফুটছে। গণতন্ত্রের নামে বাংলায় লুঠতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি করেছেন, তাই আজ বাংলায় পদ্ম ফুটছে। দিদিকে অনেক দিন ধরে চিনি। বামপন্থীদের বিরুদ্ধে লড়া দিদি এমন ছিলেন না। কিন্তু আঝ দিদির রিমোট কন্ট্রোল অন্যের হাতে।
প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা হবে না। খেলা শেষ। খেল খতম। তৃণমূলের খেল খতম। আমাকে কী কী বলেছেন! কখনও রাবণ, কখনও দানব, কখনও দৈত্য, কখনও গুন্ডা। দিদি এত রাগ কেন! এত রাগ কেন দিদি! কথায় কথায় গাল দেওয়া! এত রাগ কেন দিদি! বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে তৈরি দল। বাংলার লেগে গন্ধ রয়েছে। বাংলার সংস্কৃতির স্বাদ রয়েছে। বিজেপির ডিএনএ-তে বাংলা। বাংলার কাছে ঋণী বিজেপি। এই ঋণশোধ করতে পারব না। বাংলার মাটির তিলক লাগিয়ে তাকে উন্নতির শিখরে পৌঁছে দেব। পদ্মফুলে বাংলার মাটির গন্ধ রয়েছে। লোকসভার টিএমসি হাফ, এবার পুরো সাফ।’