সেনাপতি আসার আগেই চলে এলেন মহারথী। আর তা নিয়ে চর্চার অন্ত নেই। হ্যাঁ, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়ল বাংলায়। তাঁকে স্বাগত জানালেন বাংলার বিজেপি নেতারা। খবর ছড়িয়ে পড়ল মুহূর্তে। কেন তিনি হঠাৎ বাংলায় পা রাখলেন তা নিয়ে শোরগোল পড়ে যায়। রাজ্য সরকারের কাছেও আগাম কোনও খবর ছিল না।
জানা গিয়েছে, মঙ্গলবার বিহারের অরারিয়া এবং সহরসায় প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা। তাই বাগডোগরা বিমানবন্দরে নেমেছিল তাঁর উড়ান। এখান থেকে তিনি আবার চলে গেলেন বিহারের উদ্দেশ্যে। তার মধ্যেই কথা বলে নিলেন বিজেপি নেতা–সাংসদের সঙ্গে। খানিক রিপোর্টও নিলেন তিনি। তবে কোনও মন্তব্য এদিন করেননি তিনি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং বিজেপি’র সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু। প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন নিশীথ। বাকিরা শুভ বিজয়া, দশেরার শুভেচ্ছা জানান। তারপর বাগডোগরা বিমানবন্দর থেকে বিহারের উদ্দেশ্যে কপ্টারে উড়ে যান প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই বাংলায় আসছেন অমিত শাহ। ৫–৬ নভেম্বর তাঁর সাংগঠনিক বৈঠক করার কথা।
